Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
e-Tender
Image
Attachments

e-Tender (ই-টেন্ডার) এর কথা এখন সর্বজনবিদিত। এলজিইডি e-Tender এর মাধ্যমে দরপত্র আহবানে সারা দেশে পাইনিওয়ার। ইতিপূর্বে ঠিকাদারগণ দরপত্র ক্রয়, দাখিলসহ বিভিন্ন কার্যক্রমে দূস্কৃতিদের দ্বারা বাধার সম্মুখীন হতো যা ছিল দরপত্রে অবাধ প্রতিযোগিতার অন্তরায়। e-GP (Electronic Government Procurement) এর মাধ্যমে দরপত্র আহবানের ক্ষেত্রে এলজিইডি শতভাগ সফলতার দাবিদার। যার মাধ্যমে সংশ্লিষ্ট ঠিকাদার/ঠিকাদারী প্রতিষ্ঠান এখন ঘরে বসে কোন প্রকার ঝুট ঝামেলা ছাড়াই দরপত্র দাখিল করতে সক্ষম হচ্ছেন। এ পদ্ধতির মাধ্যমে দরপত্র দাখিলে আর কোন প্রকার প্রতিবন্ধকতা নেই। তাছাড়া এখন e-GP ওয়েব সাইট ব্যবহার করে এলজিইডির আওতায় যত ধরণের টেন্ডার আহবান করা হচ্ছে তার অর্থ বছর ওয়ারী তথ্য যে কেঊ যে কোন সময়ে ঘরে বসে দেখতে পারেন। ফলে ক্রয় কার্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে, সরকারী অর্থ ব্যয়ের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এসেছে।